চেয়ার
✍- উজ্জ্বল সরদার আর্য

    আজ আরাম দায়ক বসার চেয়ার হয়েছি
    এই শোষিত সমাজে।
    তাই প্রতিদিন তোমাদের ভার বহন করে
    বীর হয়ে দাঁড়িয়ে থাকতে হয় সুখ প্রদানে।
    যদি কখনো ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ি
    অপ্রয়োজনীয় ভেবে ছুড়ে ফেলে দাও দূরে,
    তবু আমরা তোমাদের কিছুই বলি না।
    সকল অত্যাচার সহ্য করে শেষ রক্ত বিন্দু
    দিয়ে সেবা করে,নিজেদের বীর বলে
    ধন্য মনে করি! কারণ আমরা সামর্থ্যহীন,
    বসার চেয়ার হয়েছি যে।

    প্রতিদিন তোমাদের নিষ্ঠুর ভয়ানক অত্যাচারে
    দেহে প্রাণে ক্ষত-বিক্ষত হয়,তা ভালো করেই জানো।
    তবু সকলের সম্মুখে প্রকাশ করতে দাওনা
    তাই সুন্দর পোশাকে ঢেকে গড়ে তোলো
    ক্ষণিক সভ্য সমাজ।
    কিন্তু এভাবে চলবে আর কতদিন,
    আর কতদিন অসহায় হয়ে মরবো?
    আর কতদিন অপেক্ষা করলে এই সমাজ খুঁজে পাবে
    আমাদের বেদনা ভরা দুর্ভিক্ষ জীবনের পরিচয়?
    অকাল বিনাশ প্রতিদিন হচ্ছে এবং হবে,
    হয়তো একদিন মরতে-মরতে গেয়ে উঠবো
    দিন বদলের বিদ্রোহ গান।



রচনাকাল ২৩ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ,
দাকোপ খুলনা,বাংলাদেশ।