শ্রাবণ বর্ষায় নীরবে হেটে যাই ওই চেনা পথ ধরে
✍-উজ্জ্বল সরদার আর্য
শ্রাবণ বর্ষায় নীরবে হেটে যাই ওই চেনা পথ ধরে,
তোমায় চেয়ে হাত বাড়িয়ে রেখেছি এই রাত দুপুরে।
তুমি আসবে কি, ভালো বাসবে কি,
শুনবে কি আমার গান?
স্মৃতি গুলি সব হয়ে আছে নীরব
শুধু তোমায় খোঁজে এই প্রাণ।
ওগো পূজারিণী আমি ভুলতে পারিনি
তাই আশা নিয়ে আজ এসেছি তোমার দ্বারে।
শ্রাবণ বর্ষায় নীরবে হেটে যাই ওই চেনা পথ ধরে।।
পায়ে-পা মেলানো পদচিহ্ন কত
বালুচরে আজও অক্ষত
বিচলিত বুকে আজ আঁকি কত বিরহের ছবি,
দিনশেষে সাগরের তীরে এসে
ভাসিয়ে রং তুলি দেই অঞ্জলি
আমি আজ কবিতা হারানো এক কবি।
আলো হারানো রবি প্রেমের প্রদীপ জ্বালিয়ে প্রাণে
এই বনে ঝরা ফুল খুঁজে মরে।
শ্রাবণ বর্ষায় নীরবে হেটে যাই ওই চেনা পথ ধরে।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-১৩ অক্টোবর ২০১৯ সাল
বাংলা- ২৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ.. (রবিবার )
দাকোপ খুলনা, বাংলাদেশ।