চেনা রাজ্যে অচেনা তুমি
       ✍️-উজ্জ্বল সরদার আর্য

ভালোবেসে তোমায় যে উচ্চতায় নিয়ে গিয়ে
পা পিছলে পড়ছি ভূ-পৃষ্ঠে,
সেখানে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে কে
আমার অদৃষ্টে?
বলতেই হবে প্রশংসার ভাগীদার তবেই সে,
যে আমার উর্ধে গিয়ে পেয়েছে তোমাকে
অগভীর ভালোবেসে।

একদিন আমার পূজায় তুমি তুষ্ট ছিলে,
ছিলো অপেক্ষা আকুলতা গল্প কবিতা
আজ স্মৃতি হয়ে ঝরে পড়ে অশ্রুজলে।
রহস্যময় হৃদয় বোঝা বড়ো দায়
কে কখন আপন হয় কে কখন হয় পর,
তবে তোমায় ভালোবেসে ধন্য আমি
ধন্য পৃথিবী পেতে চেয়েছে তারে
শত সহস্র বার।

হাত তুমি ধরতে চাওনি ধরেছি আমি
দেখেছি অলিক স্বপ্ন,
নির্ঘুম রাত অপেক্ষা করে আজও
কেন জানি মনে পড়ে হৃদয় থাকে উদ্বিগ্ন।
জানি ভুলে যাবে, অতীত কি কেউ মনে রাখে?
তবু পাশ ঘেঁসে হোক পথচলা নীরব অভিমানে!
দেখলে কি চিন্তে পারবে? কথা বলবে?
পিছু ফিরে না হয় একটু তাকাও
আমার অশ্রুসিক্ত নয়নে।


রচনাকাল, ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।