বৃষ্টি ভেজা সকালে কেন ফিরে এলে
   ✍- উজ্জ্বল সরদার আর্য
                

          বৃষ্টি ভেজা সকালে, কেন ফিরে এলে?
                   চরণ ধ্বনি শুনি এই বনে!
              কিসের পিপাসায় প্রাণ চলে যায়,
              খোঁজো কারে গোপনে- নির্জনে?

    ঘন মেঘে গগন কালো নিভেছে আমার আলো
              আঁধারের বুকে তুমি পা ফেলনা,
      ঝরে গেছে যত ফুল অশ্রু ধারায়-হারায় কূল
                তুমি তাদের দলিত করো না।
          যারা ভুলে গেছে তাদের প্রেম মিছে
      আমি তো যাইনি ভুলে। বৃষ্টি ভেজা সকালে---

        ভোরের ভৈরবী রাগে আজও বিরহ জাগে
              ঝরে যাওয়া ফুলের গন্ধ খুঁজি,
                 যতো বাঁধি প্রেমের বাঁধনে
                     ততো দূরে যায় গহনে
                    আমি ভাবি আসবে আজি।
                ক্ষত চরণে কত যাই তার স্মরণে
        ডেকেছি তোমায় অশ্রুজলে। বৃষ্টি ভেজা সকালে---


উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৪ জানুয়ারি ২০২০ সাল
বাংলা - ১৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।