বৈরী বিনাশ
   ✍-উজ্জ্বল সরদার আর্য


ওরে ওই কেরে তোরা বন্দী আবাসে আধা মরা
             আজ দ্বার ভেঙে ফেল,
  ছিঁড়ে ফেল সকল বাঁধান কর বারাহী-বোধন
            বিদ্রোহের বহ্নি জ্বাল।
     আজ উড়িয়েদে জয়ের নিশান
          জগতে জাগ্রত জওয়ান -
               জাগরে তোরা
    কলহে কালীয় দমন, দেহান্ত রাবণ,
         আজ আবার এলো কারা?

    ওদের ওই শাসন-শোষণ বহ্নি-বর্ষণ
                থামারে এবার,
         বাহুতে বন্দুক ধরে গুলি কর-
              হত্যা কর শত-শত্রু
          আজ যুদ্ধ  চাই, রক্ত চাই,
  রাঙাতে চাই চরণ--মোছাবো মায়ের অশ্রু।
ছিল যত স্বদেশে সৈনিক স্বাধীন সংগ্রামে উদ্যত,
      ক্ষতবিক্ষত প্রাণ সয়েছে যাতনা শত-
          অবিরত ছুটছে এখনো তারা
ওরা মরিনি-মরবে না, জেগেছে স্বাধীন চেতনা,
       করছে যুদ্ধ রক্তে প্লাবিত হচ্ছে ধরা।
  
       তাই ভাঙরে এবার জেলের তালা
            তুই মুক্তির মিছিল চালা
     অস্ত্র হাতে নামরে পথে আমার সাথে,
   আমরা-ই করবো স্বাধীন জেগেছে নবীন
        জেগেছে অরুণ এই প্রভাতে।
     ওরা নিয়েছে আঁধারে অনেক প্রাণ
   অনেক কেঁদেছি গেয়েছি বেদনার গান,
        আজ রণক্ষেত্র হবে মারতে হবে
              করতে হবে রক্ত পান-
                  জাগো যোদ্ধারা
রক্তে-রঞ্জিত কবিতায়,কবি ডেকেছে তোমায়,
             'মা' আমার আজ সর্বহারা!
  ওরে ওই কেরে তোরা বন্দী আবাসে আধা মরা।



রচনাকাল ১১ সেপ্টেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ,
২৫ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ,সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।