বৈরাগ্য গিরি
✍️-উজ্জ্বল সরদার আর্য
এই যে--- শুনছেন, সাত সকালে এলোচুলে
নটরাজের নৃত্য তালে ছুটছেন,
---- কথায় যাচ্ছেন?
অচেনা আমি নই, আকাশ জুড়ে রই,
বাতাসের আদরে কেঁপে উঠি
পর্বতে বিলীন হই।
একটু দাঁড়া-ও,কথা ছিলো----
সময় নেই,পরে বলো---
চলে গেলো।
কাজল কালো চঞ্চলা চোখে
জমেছে জল বিন্দু,
রংধনু ঐ-আঁচল যে তার
টেনে ধরেছে সিন্ধু।
আকুতি মিনতি শেষে পৌছালো
অবশেষে,শৃঙ্গ শিখর চূড়ায়!
দুজন-দুজনের রাখিনি ধরে
বিলিয়ে দিলো প্রেম ঝর্ণায়।
এত কাছে এসে-ও --বিচ্ছিন্ন
উপত্যকা ভরল অশ্রুজলে,
যে নিজের জন্য রাখে না কিছু
সে কি কারো বাঁধে মায়ায় ভুলে?
রচনাকাল, ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।
দাকোপ খুলনা, বাংলাদেশ।