বসন্ত বরণ
      ✍-উজ্জ্বল সরদার আর্য

অনন্ত-অন্তরের-অমর বসন্ত তুমি ফিরে এলে আজ
নিযুত বছর আগে অতীত ফাল্গুনের প্রথম দিবসে আনন্দে
মত্ত-মুখরিত এই দুনিয়ায়।
নন্দন কাননের দুয়ার খুলে তাই স্বগত জানাই,
এসো হে অপেক্ষিত মানবের কুটির প্রাঙ্গণে করো প্রবেশ,
স্পর্শে বেজে উঠুক মন মন্দিরে পুরাতন প্রেমের বাঁশী।

ঝরা পাতায় সাজানো পথে অযুত বছর আগে যে সম্পর্কের
হাত ধরে শুরু হয়েছিল পথ চলা, সে সম্পর্কের সুর শুনি নিজ
প্রাণে হে বসন্ত তোমার সঙ্গ দানে।
সাগর সলিলে নিতলে ডুবে থাকা অচেনা অভিনীত অন্ধকারে
হারানো মুখ, সেও ভেসে ওঠে জল ছবি হয়ে ফাগুনের মুক্ত
আলোয় চেনা- চেতনায় কল্পনায়।

তাই আবারো হেটে যেতে চাই ওই পথে নূপুর সজ্জিত
রঞ্জিত চরণে চরণ মিলিয়ে।
যুগ যুগ ধরে জড়িয়ে আছে যে কৃষ্ণচূড়া-শিমুল-পলাশ প্রেমের
স্মৃতি-সন্নিধানে, তাদের ছায়াতলে দাঁড়িয়ে তোমায় জড়িয়ে
শোনাতে চাই আমার প্রেমের গ্রন্থ হতে অজস্র কবিতা।

পারুল বনে অধরে-অধর মিলনে যে কম্পন উঠে বুকে,
দখিনা বাতাসে বকুল ফুলের গন্ধে সে অনুভবে লজ্জিত নত
চোখে দেয় দোলা,
করি লুকোচুরি রংয়ের খেলা বসন্ত বরুণ প্রেম উল্লাসে।
তবু প্রভাত প্রভায় পুষ্প ফোটে না সব, কেউ কুঁড়ি হয়ে থাকে
কারো অপেক্ষায়।





✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৪ ফেব্রুয়ারি ২০২০ সাল,
বাংলা-১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।