বসন্তের শেষ বিকেলের প্রেম
    ✍-উজ্জ্বল সরদার আর্য

চৈত্রের বেলাশেষে প্রতীক্ষিত প্রাণের আকুল আঁখিতে
বৈশাখের কল্পনাযাত ছবি ফুটে উঠেছে,
হে উদাসী পরবাসী প্রেয়সী তোমার রূপ-লাবণ্যে।
তাই স্বাগত জানাই আমার নিঃসঙ্গ ভুবনে
বসন্ত বিদায়ের দিনে,
এসো-এসো হে কৃষ্ণচূড়া পলাশের রঙিন দেশে
রাধিকার বেশে-
নির্জন নন্দন কানন দাঁড়িয়ে আছে তোমার প্রতীক্ষায়।

তুমি এলে বেজে উঠবে প্রেমের বাঁশি, রাশিরাশি ফুল
আর পাখিদের গানে ধরণী হবে মুখরিত।
অনন্ত দিন ধরে চলবে রাসলীলা আবির ছোড়ানো পথে
দুজনের হবে পথ চলা,
কিছু কবিতা গল্পের হবে ছুঁয়ে দেখা।
বিদায় বসন্তের প্রীতি স্মৃতি হয়ে থাকবে
তোমার আমার মনে,
আমি ধন্য ওগো তোমার আগমনে- পুলকিত প্রাণে
তাই শুধু তোমার চোখে চোখ রাখা।

যে হাত এতদিন রিক্ত ছিল,সে হাতের কনিষ্ঠ ছুঁয়ে
তুমি কাছে এলে,
জীবনের প্রথম প্রেমের আলিঙ্গনে তোমায় ছুঁয়ে বুঝেছি
হৃদয়ের থেকে  উষ্ণ স্থান আর কোথাও নেই।
শিহরণ শরীরে যত কাছে চেয়েছি ততই হারিয়ে গিয়েছি
ওগো তোমার প্রেমে,
আজ শুধু তোমাকে চাই, চিৎকার করে বলতে চাই-
ভালোবাসি, ভালোবাসি।

তাই দাঁড়িয়ে আছি আকুল মনে নববর্ষের
নতুন আলোর অপেক্ষায়।
আমি ভুলে জেতে চাই পুরাতন দিনের মনের-মলিনতা,
বেদনা-ব্যথা, একাকীত্বের তীব্র যন্ত্রণা।
উদাসীন মনের স্বাধীন চেতনায় আঁধারের বুকে
ছুটে চলেছি অনন্ত পথ যে সুন্দরতার মোহে,
তা তোমার সুন্দরতার কাছে সব অসুন্দর ব্যর্থ হয়ে যাক।
শুধু বেঁচে থাক তৃষিত অন্তরে অযুত বছর এক সাথে
পথ চলার প্রত্যাশা।


রচনাকাল ৫ মে ২০২১ খ্রীষ্টাব্দ,
           ২১ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, বুধবার।
            দাকোপ খুলনা, বাংলাদেশ।