বসন্তে ফুল ফুটলো না
✍-উজ্জ্বল সরদার আর্য

সেদিন  বললে তুমি
তোমার ব্যাকুলতায় বিরক্ত,
তাইতো লজ্জিত-নত
অসহায় অন্তর রক্তাক্ত।
চকিত সরে বলি তোমারে
এমন কি আমার অপরাধ?
ফুল ফুটিয়ে ফুল ঝরিয়ে
প্রাণে দিলে পদাঘাত।
এখন আহত পাখির মত
মাটিতে পড়ে ডানা ঝাপটাই অবিরত,
তবু মেলেনা অসহায় মনের-মুক্তি!
আঁখির অশ্রু ধারায় মৃত্তিকা ভিজে যায়
অবমাননায় করো  উপেক্ষিত উক্তি।  

তাই আমার এই প্রেমের প্রত্যাশা
ভেঙে সর্বনাশা মরণের স্বপ্ন মনে,
বাজে না বাঁশী ওগো তুমি তো শশী,
জ্বলে আছো ওই নীল গগনে।
এখন থেমেছে গান তৃষিত এই প্রাণ
বসে থাকে তোমার অপেক্ষায়,
ওগো তুমি এলে না কাছে
এই বসন্তে ফুল ঝরে গেছে
প্রেম হারা বেদনায় আমি অসহায়।
শুধু স্মৃতি বুকে নিয়ে রিক্ত মনে
তোমার নামে কবিতা লিখবো কতদিন?
দেখা হলেও হয় না কথা
এই প্রেমে শুধু নিরানন্দ গাঁথা -
পিছু ফিরে তাকিয়ে থাকি
তোমায় দেখে যদি ভুবন হয় রঙিন।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ,
বাংলা- ৫ ফাল্গুন ১৪২৭১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।