বর্ষা
✍-উজ্জ্বল সরদার আর্য

আষাঢ়ের-আকাশে ঘনকাল মেঘ জমেছে
আঁধারে ঢেকেছে পৃথিবী,
শীতল-সমীর নদীর বুকে তুলেছে লহরী
শিল্পী আঁকছে বর্ষার ছবি।
দুলছে নৌকা, জাল ফেলেছে জেলে,
দাঁড়িয়ে কূলে দেখছি দিগন্ত!
সাদা বকের ঝাঁক উড়ছে মেঘ ছুঁয়ে,
জ্বলছে বিজলী--প্রাণ চকিত।
আমোদিত শিশু হাসছে কোলে
কিশোর বেঁধেছে দল,
ওরা করছে খেলা এলো বর্ষা
পাপড়ি মেলেছে উৎপল।
হরিত বনের পাতায়-পাতায়
যখনি লেগেছে ওগো তোমার ছোঁয়া,
ফুটেছে কদম, ফুটেছে বকুল,
ফুটেছে কামিনী, ডাকছে পাপিয়া।
আনন্দে আজ রাখালরাজ বাজায় বাঁশি
খুশিতে ধেনুরা সব ছুটছে মাঠে,
দিগ্‌ভ্রান্ত তরুণীর জলে ভেজা চোখে
নতুন স্বপ্ন আঁকে, হাসি ফুটেছে রঙিন ঠোঁটে।
ময়ূর মেলেছে পেখম নন্দনকাননে
চাতক করছে সুধা পান,
হংসের দল মেতেছে খেলায় ভিজচ্ছে বর্ষায়
চতুর্দিকে বাজছে ব্যাঙের গান।
ওগো তোমার আগমনে আমার প্রাণে
স্মৃতিরা উঠেছে জেগে,
কাগজের নৌকায় লেখা আছে তোমার নাম
ভাসাবো জলস্রোতে নতুন কবিতার সঙ্গে।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৯ জুন ২০২১ খ্রিস্টাব্দ
৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।