বন্দেমাতরম
       ✍-উজ্জ্বল সরদার আর্য

ওই যে ওরা উড়িয়েছে ধ্বজা, ডাকছেরে তোদের!
ঘরের কনে লুকিয়ে নাকি? মুক্ত কর্ আমাদের।
আর কতদিন থাকবি রে তোরা আঁধারে লুকিয়ে?
ছুটে চল্ দল্ বেধে ললাটে লোহিত রক্ত লাগিয়ে।
ধরতে হবে অস্ত্র হতে হবে রণক্ষেত্রের-রণকান্ত,
নিতে হবে প্রাণ হতে হবে মহান ঝরিয়েদে তুই রক্ত।

পূর্বদিগন্ত প্রভাকরে প্রভাবিত এই প্রাতে,
ওরে এত কিসের ভয় তোর ওই হৃদয় চিত্তে?
জাত পাত ভুলে সকলে মিলে, কর্ স্বাধীন সংগ্রাম!
ওরে তোরা বল্ বন্দেমাতরম-মাতরম ভাঙবে ভ্রম।
স্বাগতম জানাই তোরে রক্ত দেরে দুর্লভ-দুর্দিনে,
ওই দুর্গম পথে সঙ্গ দাও হে বন্ধু সাথে এই ক্ষণে।
ওরে ফেলেদে তাই তোর সকল কাজ,
নিরীহ জনতাকে বাঁচাতে হবে আজ।
মৃত্যুর চিন্তা ভুলে চল্ বিদ্রোহে দুলে,শত্রু-সম্মুখে !
যদি জীবন যায় যাক না করি মাতৃবন্দনা দাঁড়াবো রুখে।



রচনাকাল, -১০ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা ২৬ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (মঙ্গলবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।