বিশ্বাসে বাঁচে প্রেম
  ✍-উজ্জ্বল সরদার আর্য

হৃদয় যেখানে দুর্বল হয়,
যাতনা সেখানে অল্পতে প্রাপ্ত করে অন্তর।
ছোটো-ছোটো ভুল, রাত জেগে ঝগড়া,
অভিমান করে তোমার চলে যাওয়া বা নিস্তব্ধ থাকা
আমাকে অবহেলিত করে।

তাই ফিরে আশার আগমুহূর্তে বিশ্বাস ভরা ব্যাকুল মনে,
বসে থাকি তোমার অপেক্ষায়।
স্বাধীনতা সকলের পছন্দ---কিন্তু সে স্বাধীনতা কে যদি
ভালোবাসার চরণে অর্পণ না করা যায়
তবে জীবনে কর্ম-কর্তব্য জ্ঞানের পূর্ণতা আসে না,
পূর্ণতা পায় না প্রেম, হৃদয়ে হয় শুধু ব্যর্থতা অনুভব।

তুমি হয়তো ভাবো  দূরে থাকা ছেড়ে চলে যাওয়াটা
দুজনের কাছে আনন্দের।
কিন্তু নিস্তব্ধতা-একাকীত্ব কি ভালো রাখে মানুষকে?
চলে যাওয়াটা যতটা সহজ, ছেড়ে থাকাটা ততটা নয়--
আমার কাছে।

স্মৃতি’ স্বপ্ন, কাছে পাওয়ার বাসনা, নতুন প্রেম সৃষ্টি করে
মনে--বাড়িয়ে দেয় ব্যাকুলতা।
তখন একাকীত্ব নিয়ে বেরিয়ে পড়ি তোমার খোঁজে,
প্রকৃতির মাঝে, গোধূলির রঙিন নির্জন পথে হেঁটে-হেঁটে
খুঁজি তোমার কাজল কালো দুর্লভ রহস্যঘন চোখে
আমার প্রেমের অস্তিত্ব।

যেখানে যাতনা-বিরহ-বিচ্ছেদের মত সুন্দর কিছু-কে
অনুভব করা যায় অন্তরে,
সেখানেই প্রাপ্ত হয় প্রেমের-পূর্ণতা ।
তুমি বলেছিলে, কেউ চলে গেলে কারো কিছুই হয় না।
কিন্তু আমি জানি, দেহ থেকে আত্মা চলে গেলে-
দেহ অচল হয়েই যায়।

ওগো-তুমি আমার অন্তর, আমার প্রেম,
এবং অন্তরের সকল অনুভব।
তাই ফিরে এসো যদি ভালোবাসো, যদি মনে পড়ে স্মৃতি-
একাকীত্ব-নির্জনতা-বিরহ কে করো আপন।
বিশ্বাসে মানুষ বাঁচে, আশায় করে অপেক্ষা,
হয়তো দিনশেষে তুমি ফিরেই আসবে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২ ডিসেম্বর ২০২০ সাল
বাংলা-১৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।