বিরহিণী
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো এত ভালোবাসা এত কাছে আশা
আজ সব স্বপ্ন গেলো বিফলে,
প্রিয় আমার যায় চলে-
সুখ সন্ধানে
কি বলে দেবো বাঁধা বিরহিণী রাধা
লুটিয়ে পড়ি চরণে।
যে প্রাণ প্রেমে বিমোহিত বিচলিত সে
উল্লসিতা উষা এসেছে হেসে,
নব প্রেমিকা বেসে -
তার ওই হৃদয় দেশে রে
ভুলেছে আমায় আছি অবহেলায়
অনন্ত প্রেম ঝরে গেলো রে।
ওই রজনীর রিক্ত পথের সঙ্গী ছিলাম
প্রাণ ভরিয়ে প্রেম তোমায় দিলাম,
প্রভাতে পদাঘাত পেলাম-
হারালাম আমি তারে
সে ভুলেছে স্মৃতি থেমেছে প্রেম গীতি
তবুও তোমায় ডাকি প্রীতিভরে।
ভোরের আলোকে পলকে-পলকে
হারাই তাকে,
রিক্ত হৃদয়ে বেদনা আঁকে-
শোঁকে বিহ্বল অশ্রুজল ঝরে গো
সে দিয়েছে সঙ্গ রঙ্গে দুলে
রঙমহলে
মোহিনীর মায়ায় পথ ভুলে গো।
আমি বরণডালা সাজিয়ে রেখেছি দ্বারে
একান্ত ক্লান্ত সংসারে,
বেঁধে শঙ্খজোড় এসেছে এবারে-
ধীরে-ধীরে আমার সাজানো কুঞ্জ বনে
তাই প্রদীপ জ্বেলেছি বরণ করেছি
করেছি পূজা পুষ্পচয়নে।
বসিয়ে বরাসনে অন্তর্ধানে যাবো চলে
ওগো আমার সকল মায়া ফেলে,
দেবো সব তোমার হাতে তুলে-
অশ্রু জলে বিদায় নিয়ে
অবহেলিত জীবন পেয়েছে পদচারণ
পথের ধূলায় লুটিয়ে যায়
বিরহিণী বিরহের গীত গেয়ে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং- ১ জুলাই ২০১৯ সাল
বাংলা- ১৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (সোমবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।