বৈরাগ্য
✍- উজ্জ্বল সরদার আর্য
কি দ্বারা গঠিত তোমার ওই অন্তরধাম?
সুখ-দুঃখ, আশা-নৈরাশ্যে ,
হয়না যে নত অন্তর্যম।
তবে তোমার অন্তরে কি নেই
বিচার-বিবেচনার অনুক্ষণ?
অপমান-লাঞ্ছনায় ক্ষত-বিক্ষত হয়
জানি সকলের প্রাণ।
তবে কেন পারো না আমাদের মত হতে?
প্রবঞ্চক প্রতিনিয়ত করে তোমারে ক্ষত
এবার তো জাগো লড়তে-
করতে হবে বিচার,
আঘাত করলে শাস্তি দিতে পারো না তার
তবে তোমার এ-কেমন অন্তর?
অভাব-অনাহার কঠোর নিদ্রাহীন নক্তে,
জঙ্গিরা যজ্ঞ করছে তোমার রক্তে।
তবুও তুমি আঁচল তুলে
উড়িয়ে দিয়েছো মস্তকে আপন-পর ভুলে।
এতে কি প্রাপ্ত করে তোমার অন্তর?
প্রেম নিবেদনে তুমি অবান্তর।
আজ সকল অন্তরে কেবল দ্বন্দ্ব-আড়ি,
তোমার অন্তরে ভালোবাসায় ছড়াছড়ি।
জীবনের বিনিময়ে এঁকেছ কত ছবি,
তুমি অমর হে অটবি-
নেই তোমার অহংকার!
বিদ্রোহ বদলে বিদ্রোহ করো না কলহ
শুধু হও অন্যায় অত্যাচারে অপরের ভাগীদার।
দুর্যোধন-কালিয়র রাজ্যে
বিষ সব পান করলে নিজ অন্তরে,
ভালোবাসার পুষ্প ফুটিয়ে
অমৃত-সুগন্ধ-ছড়িয়ে
বিদায় নিলে ঘুমালে রাতের অন্ধকারে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৬ জুন ২০১৬ সাল,
দাকোপ খুলনা বাংলাদেশ।