বিপত্নীক
✍- উজ্জ্বল সরদার আর্য
ওগো-আজ কেন গেলে চলে?
নীরব-নির্জন স্বজন-শূন্য সংসারে ফলে।
কি করে আর থাকবো একা
আকাশ আমার মেঘে ঢাকা,
এই শ্রাবণ-বর্ষণ ঘন অশ্রুঝরা দিনে!
ওই অস্ত বেলায় নীরবে নিয়েছ বিদায়
শুধু-ঝরা ফুল পড়ে আছে আমার ক্ষত প্রাণে।
ওগো-জাগো, কথা-কও গো,
হাত ধরো গো এই আঁধার পথে!
একদিন বধূ বেশে যৌবনে কাছে এসে,
আজ আমারে ভুলে চলে গেলে ধর্মরাজ রথে।
এখন ক্রন্দন হলো সঙ্গী আমার,
কি করে ভুলবো তোমার?
মায়া ঘেরা সকল স্মৃতি জাগে প্রাণে!
জীবন হবে গো অচল ঝরবে তমাল,
বিরহ গানে এই বনে।
ওগো-তাই অবগুণ্ঠন তোলো কথা বলো
তোমার-আমার চলন গেলো থেমে,
নয়নে রাখি তুলসী পত্র পরিয়েছি নব বধূ-বস্ত্র
ওগো পদচিহ্ন রেখে যাও আমার রক্তে নেমে।
আরো সাজিয়েছি ফুলসজ্জায় কত
বারে-বারে তোমার দেহে হই লুণ্ঠিত -
শোকাহত আজ আমি,
আরো রাঙিয়েছি চন্দনে হলুদ লেপনে
দেখে হাসে অন্তরালে-অন্তর্যামী।
ওগো-পূজারী সেজে পূজায় মজে
জনম আমার গেলো গো,
তুমি আঁধার ভিড়ে সঙ্গ ছেড়ে
আজ যেওনা চলে গো।
কত আর ডাকবো বধূর মধুর সুরে
এই প্রাণ দিয়েছি তারে,
আজ সে গেলো চলে দোলায় দুলে
কি করে আর রাখবো ধরে।
ওগো-এই চিত্তে জ্বলে চিতার দহন
চেয়েছি আমিও মরণ,
আজ জ্বলছি দুজন এক সাথে
নিশুতি রাতে- সর্বক্ষণ,
কত কেঁদে যাই কত খুঁজি গো তোমায়
করি শুধু স্মৃতিকে আমন্ত্রণ।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং- ৩০ আগস্ট ২০১৯ সাল
বাং- ১৫ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।