বিজয় বিচ্ছেদ
    ✍️-উজ্জ্বল সরদার আর্য

নিজেকে হারিয়ে জিতিয়েছি তোমাকে
তোমার জয়ে আমার স্বস্তি,
দিয়েছো ফিরিয়ে এসেছি ফিরে, আবেগ
গুটিয়ে আলো আধারে,
----------খুঁজি না আর তোমার অস্তি।
এখন প্রশান্তি মেলেছে ডানা ওই দুচোখে
কাজলে আলপনা আঁকে বিদায় বিকেল,
সন্ধ্যার ধ্রুবতারা গল্প লেখে মেঘের গায়ে
বিরহ ব্যথায় ক্ষয়ে বুকে বিদ্ধ শক্তিশেল।

আহত নিশ্চুপ রাত্রি নির্ঘুম সজল চোখে
স্মৃতিময় কাব্য লহরী তোলে,
অপেক্ষার প্রহর নিদারুণ যন্ত্রণার, অবান্তর
গল্প পেরিয়ে হেসে ওঠে চির চেনা মুখ
প্রদীপ শিখা সম্মুখে বারবার-
অবগুণ্ঠন অন্তরালে।
জানি আর কোনদিন পলাশ শিমুল বিছানো
পথে হবে না দুজনের হেটে যাওয়া,
ঝরা পাতার মত ঝরে গেছে সকল চাওয়া।

ভালোবেসে কাছে এসে ঝরবে শিউলি
এভাবে আর কত?
নির্ভর-নির্ভরতা খুঁজতে হাত ছেড়ে
হাত ধরে শত-শত।
বুকে পাথর চেপে তবুও বিজয় মুকুট
হাতে তুলে দিয়েছি, যদি সুখী হও যেও ভুলে!
দেব না বাঁধা অশ্রুজলে, তুমি গেলে চলে----।

রচনাকাল, ২৪ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ,
১০ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।