বিজয়
✍-উজ্জ্বল সরদার আর্য

      হেমন্তের পাকা ধানের দোল খাওয়ানো হিমেল
      হাওয়ায় অঙ্গ ভাসিয়ে,কুয়াশা ঘন পথে জীর্ণ
      মনে ছুটে চলেছি আজ জয় উৎসবে।
      পূর্ব দিগন্তে উদিত রক্তিম রবি শ্বেতশিখর পেরিয়ে
      দিয়েছে দেখা,ছড়িয়েছে ভুবনে আলো -
      ঝলমলে হয়ে উঠলো আমার স্বাধীন স্বদেশ ।

      আজ আনন্দ ধারা বয়ে যায় চতুর্দিক,
      বাংলার আকাশে বাতাসে বিজয়ের ধ্বনিতে
      মুখরিত,লাল সবুজ পতাকা হাতে ছুটে চলছে
      বীর জনতা।
      রুক্ষ তৃষিত ভূমি রক্তে রঞ্জিত এবং হয়েছে তৃপ্ত,
      উত্তাল সমুদ্র হয়েছে শান্ত,ক্ষুধার্ত ক্লান্ত মন
      হয়েছে উজ্জীবিত এই নব প্রাতে।
      এখন-এখানে আর গুলি বর্ষণ,
      বোমা বিস্ফারণ নয়,
      এখানে নিভেছে দহন, দ্রোহ-কলহ পূর্ণ হৃদয়
      এবার শান্ত হলো।

      অবরুদ্ধ নিঃশ্বাস সচল হলো আজ স্বাধীন গানে,
      অমর হয়েছে লক্ষ কোটি বীর প্রাণ দানে।
      আজ মৃত্যুর খেলা সমাপ্ত, শত্রু হয়েছে দলিত,
      আর নয় এই ভূমিতে অন্যায়-অত্যাচার,
      শাসন-শোষণ, নারী-নির্যাতন, রক্তের প্লাবন!
      এখন সকলে উন্মাদ বিজয়ের আনন্দে।

      আজকের প্রভাতে ফুলে-ফুলে ভরে গেছে
      আমার স্বাধীন স্বদেশ,
      ফিরে এসেছে আবার ভয়ে-ভিতু পাখির দল!
      তপ্ত বালুচরে ঝরে পড়ছে ঝর্ণা ধারা, খেলছে শিশু--
      শান্ত হলো ক্রুদ্ধ মহাকাল।
      রক্তে সাক্ষর করেছে বীর, ইতিহাস হলো রচিত!
      আজ আমি স্বাধীন, জয় বাংলা গানে ধরণী মুখরিত।




রচনাকাল, ১৬-ই ডিসেম্বর ২০২০ সাল,
বাংলা ৩০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।