বিধ্বস্ত কাব্য
✍️-উজ্জ্বল সরদার আর্য
রাস্তার পাশে তরুছায়া তলে বিলাসী দৃষ্টিতে
আজও ধরা দেয় একদল পড়ে থাকা বীভৎস
মর্কট চেহারার মৃত কঙ্কাল-অস্তি।
সভ্যতার আদি থেকে নস্টালজিক সুগন্ধি ধূপের
ধোয়ায় ঝাপসা দেখা ইতিহাস আজও জানতে
চায় না কে ওরা?
তবুও ক্রমশ গিলে খাচ্ছে রাহু গোটা চাঁদ,
গ্রহের অন্ধকারে মুখথুবড়ে পড়ছে দিগ্ভ্রান্ত পৃথিবী।
তোমরা রোড লাইটের আলো নিভিয়ে দাও,
দরজায় খিল দিয়ে ভাত ঘুমে বিভোর এখন মনুষ্যত্ব।
নিদাঘ দুপুরে সানগ্লাস্ চোখে এ-সমাজ শীতলতা
খোঁজে, নিঃশ্বাসে খোঁজে বিশুদ্ধ সুগন্ধ।
ওরা দেখতে চায় না, বুঝতে চায় না ক্ষুধার যন্ত্রনা,
মাড়িয়ে যায় পদাঘাত দেয়, দ্বিখণ্ডিত করে পাঁজর,
তবু ওরা অনুতপ্ত নয়।
এখন কাগজের ফুলে সাজানো রূপকথা গল্পের
প্রসাদে ফাটল লেগেছে, কোথাও আর মানুষ নেই-
দিনরাত জাল বুনছে মাকসার দল।
বিষ মুখে কাব্য তীর্থ কবিতায় সমাধি খুঁড়ছে
মানবিক প্রেমের ছেড়া চাদর গায়ে।
এখানে আর বনলতা নেই, গাঙ শালিক-ছোটো
নদী নেই, আছে বিধ্বস্ত কাব্যের অবহেলিত স্তূপ।
রচনাকাল, ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।