বিদায়-বিকেল
  ✍️-উজ্জ্বল সরদার আর্য

শরতের আলোছায়া গোধূলি নীল আকাশে
রঙিন চিত্র আঁকে,
নদীর স্বচ্ছ জলে জলছবি দেখতে আসি রোজ।
বাতাসে ভেসে আসে সাদা মেঘের ঝাঁক,
ঘর ছেড়ে বেরিয়ে আসে লজ্জায় মুখ ঢাকা
যুবতীর দল।

বিদায় বিকেলে তোমার হাসি ভরা মুখ
গভীর রাতেও ঘুম শূন্য করে দেয়।
জল ভরা কলশি কাকে কাজলে মাখা
মায়াবী চাউনি পিছু ডাকে বারবার।
চেনা রাজ্যে অচেনা এখন তুমি,
স্মৃতি গুলো ঝড় তোলে নিস্তব্ধ রাতে।

আকুল নয়নে প্লাবন আনে, বুকের বাম পাশে
ব্যথা ওঠে, শিহরণ হয় আবেগী কান্নায়।
প্রিয়তমার ফেসবুক প্রোফাইলে রাতভর ব্যর্থ
প্রেমিকের চলে আনাগোনা।
ম্যাসেঞ্জারে পুরাতন কথোপকথনে খোঁজে
অতীত বসন্ত।

এখন ক্লান্ত মনের দুয়ারে দুর্লভ স্বপ্নেরা ঘুমিয়ে যায়।
আহত বুকের রক্তে রঞ্জিত হয়ে আছে
প্রেমের কবিতা৷
মন থেকে মুছে যাওয়া কাব্য আর সৌন্দর্য হয়ে
ফিরে আসে না।
শান্ত নদীর স্বচ্ছ জলে ভেসে ওঠে
অন্য-অনন্য রূপ।
ভোরের শিউলি গন্ধ ছোঁড়ায় ওই পরিপূর্ণ বাগিচায়।

রচনাকাল, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীস্টাব্দ
২২ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।