বিদায়ের ক্ষণে সজল নয়নে খুঁজি এত কারে
✍-উজ্জ্বল সরদার আর্য
বিদায়ের ক্ষণে সজল নয়নে খুঁজি এত কারে।
জনম ধরে পাইনি যারে পাবো কি আজ তারে।
ওই রবির আলো কালো মেঘে গেছে ঢেকে,
রজনী এসে কাজল ছুঁয়ে নয়ন ঢাকে,
আমি অমৃত ধারায় ক্ষণে-ক্ষণে ভেসে যাই
তোমায় ঘিরে।
বিদায়ের ক্ষণে সজল নয়নে খুঁজি এত কারে।
প্রোজ্জ্বল প্রদীপ নিভেছে, নিভবে আমার বাতি!
প্রীতির মায়ায় বেঁধো না আর আমায়,
গেয়েছি বিদায়ের গীতি।
কত অশ্রু পিপাসায়, এসেছিলে হৃদয়ে হায়?
দিয়েছি এই জীবন তোমারে!
এভাবেই নীরব নিকুঞ্জে কত ফুলেরা যায় ঝরে।
বিদায়ের ক্ষণে সজল নয়নে খুঁজি এত কারে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-৬ সেপ্টেম্বর ২০১৯ সাল
বাংলা ২২ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।