বাঁচার মত বাঁচতে হবে
✍-উজ্জ্বল সরদার আর্য
ভাগ্যের উপর হয় গো জন্ম,
নিজেকে গরীব কেন ভাবো?
রাতের পরে দিন আসে,
প্রভাতের অপেক্ষায় থাকবো।
ধনী যারা তারা অহংকারী
অবহেলা করে-করবে,
শোষিত-পীড়িত যত হও দলিত
তবু বাঁচার জন্য লড়বে।
আঘাতের-প্রতিঘাত দাও
রুখে দাঁড়াও শক্ত হাতে,
অন্যায়ের দণ্ড দিতে হবে
জেগে ওঠো এই রাতে।
কতদিন আর ঘুমিয়ে থাকবে
গহিন-গহনে বৃক্ষ ছায়ায়?
অনাহারে পথে পড়ে থাকলে
জ্বরা-জীর্ণ দেহ হবে ক্ষয়।
শীতে হৃদয় কেঁপে ওঠে
বৃষ্টিতে ভিজে আসে জ্বর,
পচা-বাসি খাবার ফেলে
নতুনের সন্ধান করো এবার।
বাঁচার মত বাঁচতে চাও যদি
কর্ম করো-করবে সংগ্রাম,
একদিন সফলতা আসবে
অমর হবে তোমার নাম।
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে
যতই যাও দ্বারে-দ্বারে,
কেউ দেবে না একটু খাবার
বাঁচতে হবে যুদ্ধ করে।
জনতা ঠকিয়ে যারা হয় ধনী
তারা তোমায় বুঝবে না,
হেসে-হেসে পাগল বলে
‘থু’ফেলে মানুষ ভাবে না।
তাই শত হাত এক করে
যাও এগিয়ে জয়ের আশায়,
নতুন সমাজ গড়তে হলে
হও নির্ভীক-দুর্জয়।
রচনাকাল, ২৮ জুন ২০২০ খ্রিস্টাব্দ,
১৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।