বেলাশেষে
   ✍-উজ্জ্বল সরদার আর্য

ওগো  দান দিয়ে ভুবন ভরিয়ে
        ভালোবাসি তোমারে,
তুমি  বোঝে না হৃদয়ের যাতনা
       ঘৃণা করো আমারে।
তবুও  পূজিত প্রাণ করে তারে আহ্বান
        ফুল তুলে অশ্রু জলে প্রদীপ শিখায়,
কত  নিশি আসে চাঁদ ওঠে হেসে
       আমি মালা গাঁথি রজনীগন্ধায়।
ওই  মন মন্দিরের মূর্তি সে-সুন্দর
       শিল্পী এঁকে অমর,
আমি  আকুল নয়নে ঘুরি বনে-বনে
         দেখতে তোমার।
ওই  শারদ সন্ধ্যায় ছেড়েছ আমায়
      বুকে বিরহ ব্যথা,
তুমি  শুনে-শুনলে না দেখে-দেখলে না
       বলেছি যাতনার যত কথা।

ওগো  কেন এত অবহেলা ভাসিয়ে ভেলা
         ভেসে যাই যমুনায়,
ওই  বনে কত ফুল ফোটে বাঁশি বেজে ওঠে
      দরশনে মরণ সাধনায়।
আজ  আছি লুণ্ঠিত মনে পড়ে চরণে
        দলিত হবার নেই ভয়,
তুমি  পদ রেখো বুকে নটরাজ ডাকে
       এ-জীবন দিয়েছি তোমায়।
যদি  বেলাশেষে তুমি এসো হেসে
       আমার যৌবন রবে কি?
ওই  ব্রহ্মকমল ঝরবে পারুল-বকুল
      কোকিলা কুহূ-কুহূ ডাকবে কি?
ওগো  তাই এসো ফিরে দেখি নয়ন ভরে
        হয়েছো ক্ষণ কালে ক্ষীণ,
কত  পুষ্পচয়নে চরণে ঝরি ঝরাই বারি
       তবু দেখি তার বদন মলিন।




✍-উজ্জ্বল সরদার র্আয
রচনাকাল- (১৩ জুন ২০১৮ সাল)
বাংলা ২৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।