বেলাশেষে শান্তির দেশে আমি যাবো যাবো রে
✍-উজ্জ্বল সরদার আর্য


  বেলাশেষে শান্তির দেশে আমি যাবো-যাবো রে।
      অমৃত ধারায় ডুবে যেতে চায় এই প্রাণ রে।
          প্রভাতের প্রভায় পুষ্প ফোটে কত,
             রাতের আঁধারে ঝরে যায় অবিরত,
                ক্ষত দেহে আছি বনে মরণ মিলনে
                          অপেক্ষা করে---
                       ছেড়ে দাও তরী এবার সম্মুখে পারাবার
                            পার করো হে আমারে।
বেলাশেষে শান্তির দেশে আমি যাবো যাবো রে।
মাতাল হাওয়ায় ওঠে কত লহরী,
   দুলছে আমার প্রাণ তরী,
      নীরব নীল নিতল মাঝে বীণা বাজে
                  মুক্তির সুরে রে--
                    পাষাণী চোখের জল রেখা
                      চোখ মেললে যায়না দেখা
                         সুখ নিদ্রায় যায় ঝরে এই কিনারে।
  বেলাশেষে শান্তির দেশে আমি যাবো যাবো রে।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৫ সেপ্টেম্বর ২০১৯ সাল
বাংলা- ২১ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।