ব্যাকুল বেণু বাজে বনে
✍-উজ্জ্বল সরদার আর্য
দিনের শেষে তুমি এলে এই পথে
দর্শনে কেঁপে ওঠে প্রাণ,
সম্মুখে নত চোখে পথ চলি
পিছনে থেকে করি বেদনার গান।
জানি-দুর্লভ তুমি পূজারী আমি
চন্দ্রে হাত বাড়িয়ে দেইনি,
খুঁজিনি রত্ন নয়নে নক্ত
আমায় বোঝনি ওগো বোঝনি।
তবু বনানী থেকে ফুল কুড়িয়ে
করি তোমারে পূজা,
বিনিময়ে পেয়েছি সাজা -
জনম ধরে
আজও প্রতিক্ষণে তোমার সন্ধানে
আকুল-আঁখিতে অশ্রু ঝরে।
দেখা যদিও হয় তবু অচেনা থেকে যায়
আমার এই ভালোবাসা,
নীরবে অভিমানে অনুরাগ খুঁজি মনে
সে চলে যায় করি প্রত্যাশা।
পিপাসিত প্রাণে চরণ-চিহ্নে
লুণ্ঠিত হয়ে থাকি কত,
না বলা কথা হৃদয়ে জাগায় ব্যথা
দুর্বলতায় থাকি নত।
জানি কোনদিন হবে না রঙিন
এই গোধূলি,
অপ্রকাশিত কবিতা অসমাপ্ত মমতা
বৃথা আমার অঞ্জলি।
যে চরণে একদিন নূপুর বেঁধেছি
বুক পেতেছি
পদচিহ্ন পেয়েছি আজ অবহেলায়,
কখনো রাগান্বিত কখনো স্মিত
কখনো দেখেছি রাধিকার বেশে তোমায় ।
পূর্ণিমা রাতে স্নিগ্ধ আলোয় স্নাত হতে
যদি এসো কোনদিন,
কাজল কালো চোখে খুঁজবো প্রেম
আজ আমি হাত বাড়ালেম-
হৃদয় আছে ক্ষীণ।
কতদিন আর এই পথে এসে
হেসে-হেসে চলে যাবে?
কত আর অচেনা হয়ে রবে-
নীরবে হৃদয়ে আমার?
আমি প্রাণ সঁপেছি হৃদয়ে রেখেছি
ভালো বেসেছি তোমার।
আজ যে ব্যাকুল বেণু বাজে বনে
প্রতীক্ষায় রত নির্জনে -
কৃষ্ণচূড়া তলে
থেমে যাবে পথের ধূলায় পড়ে রবে
ডাকে তোমায় অশ্রুজলে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১০ জুন ২০২০ সাল,
বাংলা- ২৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।