বেদনার্ত বসন্ত
✍-উজ্জ্বল সরদার আর্য
বসন্তে যখন সবুজে-সবুজে মুখরিত চারিদিক,
ফুলে-ফুলে ভরেছে কানন।
মৌমাছি এসে গুন-গুন সুরে ধরেছে গান,
ছিন্ন করেছি আমি প্রেমের সকল বাঁধন।।
দখিন হাওয়ায় যখন সুগন্ধ ভাসে,
আমার হৃদয় জ্বলছে বিরহ-বিষে।
যে গান লেখা ছিল শুধু-সুর ছিল না,
সুরের কোকিলা আজ গায় ভালোবেসে।।
পৃথিবী একদিকে-একদিকে আমি,
দুজনের মিলন চাওনি তুমি।
তাই কেঁদে-কেঁদে দূরে সরে যাই,
শুধু মনে হয় প্রেম জীবনের থেকে দামি।।
রঙিন আকাশে যদি তারা নিভে যায়,
আকুল নয়ন তারে দেখতে কি পায়?
তবু এত কেন চাই --যে আমার নয়,
শুধু আপন করি তারে মিথ্যা মায়ায়।
আজ আবির মাখা মুখে দুঃখ ঢেকে,
পথ চেয়ে তার দাঁড়িয়ে থাকে এই মন।
বসন্তে যখন সবুজে-সবুজে মুখরিত চারিদিক,
ফুলে-ফুলে ভরেছে কানন।।
✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রীষ্টাব্দ,
বাংলা ৩০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।