বেদনাবিলাসী
    ✍-উজ্জ্বল সরদার আর্য

আজ যেখানে যাই, যা কিছু করি,
হৃদয়ে তোমায় রাখি
দূরে, তবু যেন অদূরে মেলেছে আঁখি-
কুয়াশা ভেজা ঠোঁটে ঠোঁট ছোঁয়া ভালোবাসা
খুঁজছে উষ্ণতা চুম্বনে-চুম্বনে হৃদয় ভরি
প্রেমের গানে পুষ্প চয়ন চন্দনে
সাজিয়ে তুলি তারে নির্ঘুম নৈঃশব্দ্যের রাতে
সে কবিতার বুকে কাব্য ব্যথা হতে-
ভাগীরথীর মত সাধনায় মগ্ন চিত্ত
গঙ্গা লাভের আশায়।

ওগো কত চিৎকার করি পাহাড়-সমুদ্রতটে
প্রতিধ্বনি ফিরে ফিরে আসে আহত আঘাতে
বুকের রক্তের তীব্র স্রোতে-
            সে যায় ভেসে অভুক্ত আত্মাতে।
বেদুইন মেঘেদের সংরাগ সঙ্গীতে
সহসা হেসে ওঠে বুক খোলা রোদ
ঝলসানো চোখে চাতক খুঁজছে শ্রাবণ,
আড়ালে গুমরে গুমরে কাঁদে প্রণয় শ্লোক-
ডানা ঝাপটায় আহত পাখি!
উত্তপ্ত বালুচরে হেটে যাবে আর কত দূরে
ক্ষত নত ঘৃণায় হয়েছে বেদনা বিলাসী।

জানি, না পাওয়া হৃদয়ে বিরহ দহন জ্বলে
তবু যেন শান্তি হই আত্মশুদ্ধি
             যত ঝল্‌সাই ওই অনলে।
আজ দেখি কত যুগল মূর্তি
মন্দিরে-মন্দিরে
রাধা রুক্মিনী সব হয়েছে দেবতার,
আমি কার? তবু প্রেম লালিত করি অন্তরে।


রচনাকাল ২২ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,
৬ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ। @