ব্যবহারে পরিচয়
  ✍️-উজ্জ্বল সরদার আর্য

মানুষ হতে মনুষ্যত্ব লাগে
সভ্য হতে লাগে শিক্ষা,
মূর্খ যদি ক্ষমতা বান হয়
জ্ঞানীরে করতে হয় ভিক্ষা।

ব্যক্তি স্বতন্ত্র, তবু করে
অপরকে অন্ধ অনুকরণ!
ভুলেছে ন্যায়-নীতি-দৃঢ়তা
অসত্যে হচ্ছে সত্য দলন।

হিংসায় হিংস্র মানবকূল
মানবিক জ্ঞান আজ লুপ্ত,
পৃথিবী এখন ক্ষতবিক্ষত
মানুষ চুষছে মানুষের রক্ত।

মহর্ষিগন আজ লজ্জিত
নির্লজ্জিত জাতির আচরণে,
ঘরে-ঘরে জন্মেছে দুর্যোধন
নারীর বস্ত্রহরণ হচ্ছে প্রতিক্ষণে।

গ্রন্থাগার এখন মানব শূন্য
জ্ঞান শূন্য মনে শুধুই অন্ধকার,
ইতিহাসের গলায় দিচ্ছে ফাঁসি
মাথায় ঢেলেছে প্রস্রাব বারবার।

ব্যবহারে পরিচয়, বিশ্ব সম্মুখে
বুঝিয়ে দিলে তুমি কে?
এক মূর্খ শত হিংস্র পশুর সম
ঘৃণিত তুমি ধিক্কার তোমাকে।


রচনাকাল ২৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।