আজি আঁধার সরিয়ে দ্বীপ জ্বালিয়ে শান্তির বানী ছড়াইবে কে
     ✍-উজ্জ্বল সরদার আর্য

          আজি আঁধার সরিয়ে দ্বীপ জ্বালিয়ে,
                 শান্তির বাণী ছড়াইবে কে?
            শ্রাবণ রাতে মেঘের আড়াল হতে
                  কে যেন ডাকে আমাকে।
                    যাবো কি যাবো না
                       ভাবিয়া পাই না
                দিন চলে যায় নীরবে-নীরবে,
                নিদ্রিত নয়নে অশ্রু আনিয়া
                    জাগাইলে ব্যথা বুকে।।
              কত আপন স্বজন মরণ কোলে
                       ঘুমাইলো আজি,
               বদ্ধ ঘরে রিক্ত হৃদয়ে থেকে
                     কত আর পান্থ সাজি।
                যদিও একদিন যেতে হইবে,
                  ফুল ফুটিলে তাহা ঝরিবে,
              তবু চলো সবাই গন্ধ রেখে যাই
                   এই প্রভাত আলোকে।।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১০ এপ্রিল ২০২০ সাল,
বাংলা -২৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।