আত্মত্যাগে রচিত হোক নতুন ইতিহাস
      ✍-উজ্জ্বল সরদার আর্য

         মানবিক বোধ এবং মনুষ্যত্ব কেড়ে নিলে
         সে যেমন আর মানুষ থাকে না,
         তেমনি মানুষের মত দেখতে হলেও
         সকলে কিন্তু মানুষ না।
         আর এই অমানুষেরা সমাজে করে
         অমানবিক অত্যাচার।
         এবং এরাই এদেশে ক্ষমতাবান ও সংখ্যাগরিষ্ঠ,
         এখন এ-দেশকে সাম্প্রদায়িক করে গড়ে তুলতে
         ওরা উদ্যত।

          তাই অশ্রুসিক্ত চোখে করজোড়ে করুণা ভিক্ষা
          এ-দেশে এখন আর চলে না।
          এ-দেশ রক্তপানে নির্যাতনে খোঁজে প্রাণের তৃপ্ততা,
          খরস্রোতা নদীর বুকে ভেসে চলা লাশের বীভৎস      
          ছবি আঁকে।
          এ-দেশ এখন নিস্তব্ধ নিদ্রিত রজনীর বুকে করে    
          গরীবের অগ্নিদাহ,
          খুন-গুম-লুট-আর ধর্ষণে থাকে মেতে।
          এ-দেশ এখন ক্ষুধার্ত, তবু মনে লালিত করে    
          জাতিভেদ-হিংসা-বিবাদ-বিদ্বেষ।
      
          তাই মুক্তির আহ্বানে পুনরায় উজ্জীবিত হও হে    
          আমার নির্ভীক জনতা।
          অসহায়-নির্যাতিত-দিকভ্রষ্ট দেশ
          আজও দাসত্ব স্বীকার করে শত্রু লালিত করে বুকে,
          এবং নেশার ঘোরে নর্তকী নাচায়!
         কেউ খেটে মরে অনাহারে পড়ে থাকে রাস্তার ধারে,
         কেউ রং মেখে সং সাজে বিলাসিতায়।
         তাই করুণা ভিক্ষা নয়,  জীবনের নিশ্চয়তায়  
         হে বীর জীবনকে করো উৎসর্গ!
         ‘‘আত্মত্যাগে রচিত হোক নতুন ইতিহাস।’’


রচনাকাল ২২ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ,
৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ। @