আত্মা
✍-উজ্জ্বল সরদার আর্য
জীবনের অনন্ত পথে চলতে-চলতে তরী ভিড়িয়েছি আজ,
মানব সরোবরে সাজানো-গোছানো-মায়া-মোহ সংসার ঘাটে।
যদিও লক্ষ কোটি বছরের পুরাতন আমি,
তবু পরিচয়ে পৃথিবী আমায় চিনেছে হরেক রকম রূপে,
ডেকেছে ভিন্ন-ভিন্ন নামে।
কিন্তু বাস্তবে আমি কে? আর কে বা দেখেছে আমায়
দর্শনেন্দ্রিয় দিয়ে?
আমি তো নিজেই নিজেকে গড়েছি অক্ষত-অদৃশ্য রূপে।
ভালোবাসা সরূপ প্রকৃতির দানে পঙ্চভূত দ্বারা গঠিত রক্ত-
মাংস বিশিষ্ট যে নশ্বর শরীর আমাকে ঘিরে বেড়ে ওঠে
জনমে-জনমে, তার মৃত্যু ও হয় ক্ষণে-ক্ষণে বিলীন হতে
এই প্রকৃতির তরে।
তবে আমার না আছে কোন তৃষা, পিপাসা, লালসা,
ও হতাশা আর না আছে কোন ক্লান্তি, এবং মৃত্যু ভয়।
আমি সেই যে আগুনে পুড়ি না,জলে ডুবি না,বৃদ্ধ হই না।
শুধু গ্রহ নক্ষত্রের মত ঘুরে চলেছি নিজ কর্তব্য পালনে
যুগের পর যুগ, বছরের পর বছর, এই দিগন্ত থেকে ওই
দিগন্তে, স্বর্গ-মর্ত পাতালে করি অবস্থান।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৭ এপ্রিল ২০২০ সাল,
বাংলা-২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।