আত্মদহন
✍-উজ্জ্বল সরদার আর্য
দিগন্ত ছোঁয়া বিস্তৃত আকাশের নিচে
প্রোজ্জ্বল প্রদীপের অন্ধকার তলদেশে
কুয়াশায় ঘেরা শীতল নিস্তব্ধ নিশুতি
নিশির বুকে হারিয়ে গিয়েছি আমি
ভালোবাসার সন্ধানে।
থমকে যাওয়া অপলক দৃষ্টির
নমনীয়তা ছবি
আর ক্ষত বুকের রক্তে লেখা
শেষের কবিতা রেখে গেলাম
তোমার এই পথে
প্রভাত আলোতে তুমি দেখে নিও
ক্লান্ত দিকভ্রান্ত প্রেমিকের আত্মদহন।
ওগো যদি জল আসে আঁখি কোণে
যদি ঝড় ওঠে মনে স্মৃতি স্মরণে,
অবগুণ্ঠনে মুখ ঢেকে ভুলে যেও।
জানি ঝরা পুষ্প হাতে
ব্যাকুল হয়ে পথে পড়ে থাকে না কেউ,
নতুন ফুলে আসন সাজায় সকলে
পূজার ঘরে
বেলা শেষে পদতলে দলিত হলেও
তাকায় না এই দুনিয়া পিছু ফিরে।
রচনাকাল, ১৬ ডিসেম্বর ২০২১ খ্রীষ্টাব্দ,
২৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।