আত্ম চেতনায় বিকাশিত হোক জ্ঞানের পরিচয়
✍-উজ্জ্বল সরদার আর্য
আজকের দুনিয়ায় শিক্ষিত অধিক হলেও
সুশিক্ষিত এবং জ্ঞানীদের সংখ্যা অতি অল্প।
কেননা ধৈর্যহীন, আত্ম চেতনাহীন, লোভী,
এবং অসৎ মানুষের খারাপ আচরণে
হারিয়ে যাচ্ছে সত্যতা, বোধ,ন্যায়।
যার কারণে সুন্দরের আলো বিকাশিত হচ্ছে না,
বরং সুন্দরের মস্তকে চেপে বসেছে অজ্ঞানী
আর এখন তাদের শাসন চলছে।
কেননা মুখস্থ বিদ্যা অর্জনে সচেতন আমরা,
আর আমাদের সন্তানদের-ও পড়াই জোর পূর্বক
কেবল পাঠ্য বই।
এর কারণ এই বিদ্যা অর্থ, সামর্থ্য, দিয়েছে শক্তি,
তাই এ-কেই ভালো বেসেছে মানুষ।
কিন্তু বিদ্যা ব্যবসা করার কোন বস্তু নয়,
এবং জ্ঞান কোন সীমাবদ্ধতায় করে না বসবাস।
তাই কেবল পাঠ্য বইয়ে ডুবে থাকলে চলবে না,
আমাদের খুঁজতে হবে আত্মচেতনা
এবং জীবন জাগ্রতর মাঝে আত্মতৃপ্তি।
যদি হৃদয়ে উপলব্ধি, বোধ,নির্মল ভাবনা,
এবং প্রেম, হারিয়ে যায়,
তবে জ্ঞানী হয়ে ওঠা কোনদিন কি সম্ভব?
তাই হতে হবে পরোপকারী,পরিশ্রমী,ধৈর্যবান,
এবং ডুবতে হবে প্রকৃতির রসায়নে।
বুঝতে হবে সকাল,সন্ধ্যা, ও রজনী কে।
এবং সুনীল আকাশ,পাহাড়,নদী,সূর্য,চন্দ্র,
এবং প্রভাতি ফুলের সুন্দরতা
ও গোধূলি রঙ মেখে ঝরে যাওয়াকে।
এছাড়াও খুঁজতে হবে ভালোবাসায়-ভালোলাগায়
অসংখ্য বইয়ের পাতায় অমর জ্ঞান।
মনে রাখতে হবে একমাত্র জ্ঞান'ই পারে
আত্মশুদ্ধি,আত্মতৃপ্তি, ও আত্ম উন্নতির বিকাশ ঘটাতে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৬ সেপ্টেম্বর ২০২০ সাল,
বাংলা- ২১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।