আশায় বেঁচে থাকা
✍-উজ্জ্বল সরদার আর্য
তোমাকে আমার ভালোই লাগে,
শুধু ভালো লাগা নয়--ভালোবাসি ও অনেক।
ওগো তুমি যে--সুন্দর,
আর সুন্দরের প্রেমে পড়ি বারবার!
তাই তো ছুটে আসি প্রেমিকের বেশে,
দিনশেষে তোমার দুয়ারে।
আকুল নয়নে দেখা যদিও হয়,
দুর্লভ ভেবে কথারা থাকে থেমে।
আর দেখা যদি না পাই,
মনে আসে চঞ্চলতা-ব্যাকুলতা।
তখন করা হয় খোঁজার প্রয়াস, দেখার ইচ্ছা,
অশান্ত অন্তর হয়ে ওঠে রুক্ষ ভূমি।
দ্বারে করি পায়চারি,
কোথায় ওগো কোথায় তুমি?
আজ শুধু উত্তর খুঁজি আপন মনে,
কবে হয়ে উঠবো তোমার প্রেমের যোগ্য?
চোখে-চোখ রেখে বলতে চাই,
ভালোবাসি শুধু তোমাকে।
তবু যেন মস্তক নত হয়ে থাকে,
হৃদয় কেঁপে ওঠে প্রতিক্ষণ।
সম্মুখ হওয়ার প্রয়াস যতটা আছে মনে,
ততটাই ভয়ে ভিতু করে প্রেম হারানো এবং অপমান।
তাই বলবো-বলবো করে বলা হয়নি কোনদিন,
প্রেমের প্রদীপের আলোয় হয়নি পথচলা!
পাইনি সঙ্গ, হইনি প্রেম প্রকাশ-কথা বলা।
আজ একলা নির্জন পথে হেটে যাই যত
রঙিন গোধূলির প্রত্যাশায়,ততই হয় ব্যর্থতা অনুভব।
তবু কষ্ট নেই, অন্তরের অনুভবে বাঁচিয়ে রেখেছি প্রেম,
বেঁচে আছে আশা এবং ভালোবাসা।
দুর্বলতা প্রকাশে গল্প রচিত হলেও,
ব্যক্তিত্ব হারিয়ে হতে হয় অবহেলিত।
তাই আত্ম গম্ভীরে দাঁড়িয়ে থাকে শৃঙ্গ,
প্রভাত আসে বেলা চলে যায়
অপ্রকাশিত প্রেম বেঁচে থাকে প্রকাশের আশায়।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৬ নভেম্বর ২০২০ সাল,
বাংলা ৩০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।