এসেছো তুমি একা এই নিখিল বিশ্ব মাঝে
      ✍উজ্জ্বল সরদার আর্য


এসেছো তুমি একা এই নিখিল বিশ্ব মাঝে,
একদিন যেতে হবে চলে গোধূলির সাজে।
    আপন করে যারে ভালবেসেছ
    সে-সঙ্গ ছড়েছে, তোমায় ভুলেছে,
মিছে প্রেমে পথ ভুলেছ- বিরহ বাঁশি বাজে।।
      মায়ার সংসারে নিতলে ডুবে মরে
               স্বজন প্রিয়-প্রাণ,
      ভুলেছি আমি যত যাতনা-বেদনা
           গেয়েছি বিদায়ের গান।
   তবে অকারণে নয়নে অশ্রু কেন ঝরে?
   যারা যাবে যাক না, করি বিদায় বন্দনা,
     নব ফুল ফুটবে ভোরে-রবির তেজে।।



✍-উজ্জ্বল সরদার আর্য  
রচনাকাল ২২ জানুয়ারি ২০২০,
বাংলা ৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।