এসেছি নন্দিত মনে নন্দন কাননে নিখিল সুর-সঙ্গীতে একলা
       ✍-উজ্জ্বল সরদার আর্য

    
             এসেছি নন্দিত মনে নন্দন কাননে
                  নিখিল সুর-সঙ্গীতে একলা,
           জেগেছে যে প্রেম প্রাণে অশ্রু তার নয়নে
                বিরহ গানে আমার যায় বেলা।
                  আপন করে চেয়েছি যারে
                   সে আমায় বোঝে না রে,
               আঁধারে যায় না গো পথ চলা।।
         আজ কণ্ঠে থেমেছে সুর বুকে বিরহবিধুর
                  মধুর প্রেমে ডুবেছে মন,
            তাই এসেছি ফিরে তোমার দ্বারে
                ওগো একবার দাও দর্শন।
              বিদায়ের দিনে তোমার গানে
                  ঝরিয়েছি চোখের জল,
              শেষের কবিতা রক্তে লিখেছি
          অন্তরে অন্তকাল তুমি করেছো খেলা।।





✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল - ২৩ সে জানুয়ারি ২০২০ সাল
বাংলা -৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (মঙ্গলবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।