আপন সমাধি
✍-উজ্জ্বল সরদার আর্য
নিস্তব্ধ রাতে অতীন্দ্রিয় দু-চোখে, দুর্লভ স্বপ্নের
ছবি আঁকে!
সহসা শরতের অভ্র রাশি উড়ে এলো ডানা মেলে,
আঁধারে অবরুদ্ধ করছে পথ জোছনা কুমারীকে।
নির্জন-নিভৃতে বসে তাই, আপন সমাধি সাজায়
দিকভ্রান্ত প্রেমিক ঝরা শিউলি তলে!
শিশির ভেজা বুকে পদচিহ্ন এঁকে,
ওগো---কেন তুমি চলে গেলে ?
একদিন আগমনী গানে পেয়েছিলাম প্রাণে,
রেখেছিলে কাজলে শোভিত নয়ন-নয়নে,
অপলক দৃষ্টি ছুঁয়ে এসেছিলে হেসে-হেসে
কনিষ্ঠা ছুঁয়ে পথ চলেছি উল্লাসে-
মধুর যৌবনে।
সে-দিন ছিল আমন মাঠে উদাস মনের
মাতাল হাওয়ায় ঢেউ খেলা,
শীতল সমীরে শিউলি ঝরা প্রভাত বেলা।
সে-দিন ছিল নীল আকাশে অভ্র রাশি ভেসে,
রঙিন গোধূলি ডেকেছিল কাছে প্রেমের উচ্ছ্বাসে।
আজও কাশবন নেচে ওঠে শরতের আগমনে,
নিশি নির্জনে শিশির ঝরে তোমার চরণে।
আজও মালা গাঁথি পরাতে গলে, প্রতি-প্রাতে
স্মরণ করি অশ্রুজলে-- আকুল মনে।
জানি, যোগ্য নই তোমার প্রেমের
কি হবে আর বেঁচে থেকে গন্ধ হারা ফুলের?
বিদায় চেয়েছি তাই ভোরের ভৈরবী সঙ্গীতে,
জীবনভর থেকেছি ওগো তোমার প্রেমে মেতে,
করেছি নীরবে-নীরবে পীড়া বিরহ-বেদনা পান!
আজ বুঝেছি, জম হয়ে জীবনকে যারা
অমৃত মনে করে,
তাদের পেতে তোমার হৃদয় করে আনচান।
রচনাকাল, ২৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ,
৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।