হে আমেরিকা,চীন,জাপান,ভারত,
          হে আমার ভ্রাতা,
আজ,
    কোথায় কোন অরণ্যের অন্তরালে
         আছো তোমরা?
                 সাহায্য করো,
সাহায্য করো-অন্তরীক্ষের অর্ক হয়ে প্রভাতে,
    পড়েছি আজ স্রোতস্বতীর স্রোতে,,
         সলিলে ডুবে ক্লান্ত
            এই দুখিনী দুলিয়াতে।
আমার অন্তর  ও ছিল তোমাদের মতো নিরলস নির্ভীক,
          আজ প্রকৃতিতে পরাজিত,
                  হয়েছি ক্লান্ত,
          বিস্মৃত -তোমরা অমর অভীক।
   অকূলে যত  অটল ভেঙে পড়ছে ,
সায়বে ততো      সলিল ফুলছে ,
আজ       জম  রাজ্য পরিচালনা করছে।
    হে আমেরিকা, চীন,জাপান,ভারত,
                হে আমার ভ্রাতা,
আজ,
    কোথায় কোন অরণ্যের অন্তরালে
           আছো তোমরা?

চকিত-তৃষিত আকুল অন্তরে
        আজ হা-হাকার ক্রন্দন,
  অসহায় জনতা সলিলে ভাসছে,
বাঁচার তাগিদে লড়ছে,
        বলো কি করবো এখন?
হে ভ্রাতা  !
     এবার এসে ধরো হস্ত,
            হয়েছি পরাস্ত,
     মগ্ন তাই তোমাদের স্মরণে!
    প্রকট হও এবার অমাবস্যার এই শ্মশানে।
এখন,
   রিক্ত অন্তরে সদা দেহান্তের বাজনা বাজে,
           বাঁচার জন্য করেনা নৃত্য !
খাদ্য-বস্ত্র-নিবাস- চিকিৎসার নেই কোন ব্যবস্থা,
   অশ্রুসিক্ত আঁখি দেখে দ্বারে চলছে নক্ত।
হে অামেরিকা,চীন,জাপান,ভারত,
             হে আমার ভ্রাতা,
আজ,কোথায় কোন অরণ্যের অন্তরালে
            আছো তোমরা?
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা
--------///--------