আমি শুধু চাই তোমাকে
   ✍-উজ্জ্বল সরদার আর্য

সহসা বেলাশেষে রৌদ্রছায়া শরীরে মেখে তুমি এসেছিলে
গোধূলির রঙিন পথে,
তোমার স্মিত সজ্জিত রূপ দেখে হয়েছি বিমোহিত স্বাগত
জানিয়েছি প্রেম সঙ্গীতে।
মনে মনে এঁকেছি ছবি, ওগো কে তুমি? নীরব নিদ্রিত যৌবন
জাগালে বুকে পদচিহ্ন ফেলে!
আকুল মনে তাই পিছু ধরে হেটে যাই, হাত বাড়িয়েছি এই
শেষ বিকেলে-
ওগো রিক্ত অরণ্যে তুমি সুগন্ধ কেন বিলিয়ে গেলে?

এখন আকুল আঁখি পথচেয়ে থাকে, এই হৃদয় চেয়েছে
তোমাকে,
আমি ওই চরণের নূপুর হবো রিনিঝিনি বাজবো, করবো
মোহিত বিশ্বকে।
আজও মনে পড়ে তার স্মিত হাসি উদাসিনী বৈষ্ণবী সে ছিল
শশী, জ্বলেছিল আমার গগনে!
চরণ সাজানো ছিল তার আলতায় শ্বেত শুভ্র সজ্জায় আঁধার
ঘোচালে নয়নে।

মোহিত মনে তোমার স্মরণে তাই বারে বারে আসি, কোথায়
তুমি হে প্রেয়সী?
আছো অন্তরালে-- জেগেছে প্রেম প্রাণ কমলে, গহীন গহনে
অপেক্ষায় ফুল ঝরে রাশিরাশি।
ওগো আর কি আসবেনা এই পথে? দাঁড়িয়ে আছি দিবস
-রাতে, আমি শুধু চাই তোমাকে!
নিষিদ্ধ মরীচিকার হাত ছানিতে যতই ছুটে যাই ব্যর্থ হই,
রিক্ততা-নিস্তব্ধতা ঘিরে ধরে আমাকে।



রচনাকাল ২৯ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ,
১২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।