আমি অভিশপ্ত
    ✍-উজ্জ্বল সরদার আর্য

প্রিয়তমা, প্রেমের তরি ডুবিয়েছে জলে
আমি নিজেকে গুটিয়ে নিয়েছি,
লুকিয়েছি অন্তরালে!
প্রিয়তমা, প্রেমের তরি ডুবিয়েছে জলে---
যাবনা সম্মুখে আর ডাকবো না বার-বার
ভয় নেই তোমাকে হারাবার,
তুমি থাকবে হৃদয়ে যতই থাকো দূরে!
আমি ভালোবাসি শুধু তোমারে।

কত লাঞ্ছনা-বঞ্চনা হয়েছি
তোমার কাছে তোমায় ভালোবেসে,
আঁখির অশ্রুজলে চরণ রাঙিয়ে দিতে
শিশির হয়ে মিশে থাকি সবুজ ঘাসে।
তুমি জীর্ণ ফুল ভেবে অবজ্ঞা করেছো
আমাকে মাড়িয়ে চলে গেছো,
তবু ভালো লাগে তুমি ভালো থাকলে!
প্রিয়তমা, প্রেমের তরি ডুবিয়েছে জলে--

এখন বিরহ বেদনায় ক্রন্দন পায়
স্মৃতি খুঁজে সুখ পায় আমার আকুল মন,
আমি তোমারে করেছি আপন।
আজ যত অবসান চাই শুধু মনে হয়
আমি অভিশপ্ত-অশ্বত্থামা
মৃত্যু নেই আমার, তুমি অনুপমা।

রচনাকাল, ৩০ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ।
           দাকোপ খুলনা, বাংলাদেশ।