আমি একটা বৃষ্টি ঝরা সকাল চাই
✍-উজ্জ্বল সরদার আর্য
আমি একটা বৃষ্টি ঝরা সকাল চাই।
তুমি ঘুম ভাঙিয়ে হাত বাড়িয়ে দিও,
একসাথে ভিজবো দুজনে।
স্পর্শে খুঁজবো ভালোবাসার অনুভব।
শহর ছেড়ে যাবো দূরে, তোমায় নিয়ে
কদম বনে হারাতে চাই।
আমি একটা বৃষ্টি ঝরা সকাল চাই।
চোখে-চোখে তাকিয়ে তোমায় জড়িয়ে
বলবো ভালোবাসি।
ভেজা ঠোঁটে একে দেবো চুম্বন
অন্তরে তুমি হে-প্রেয়সী।
যদি লাজুক নয়নে স্মিত হেসে
দূরে সরে যাও,
পিছু হেটে যাবো পদচিহ্ন ধরে
আছো কেন দূরে আমায় সঙ্গে নাও,
এসো শ্রাবণ কে আমন্ত্রণ জানাই।
আমি একটা বৃষ্টি ঝরা সকাল চাই।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৫ জুন ২০২১ খ্রিস্টাব্দ,
৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।