আমি আজও স্বাধীন নই
✍-উজ্জ্বল সরদার আর্য
হে-আমার প্রিয় স্বাধীনতা,
আজ চারিদিকে শুধু তোমার গুণগান শুনি।
তুমি অমর ইতিহাসের পাতায় রক্তে লেখা কবিতায়,
সন্তান হারা মায়ের অশ্রুজলে,শোষিত-লাঞ্ছিত
জনতার হাহাকারে,
মিছিল-ধর্মঘট-হরতাল-যুদ্ধে-রক্তে।
তোমারে রেখেছি অন্তরে, পেয়েছি লক্ষ-কোটি
জনতার আত্মত্যাগ ও জীবন-রক্ত দানে।
সয়েছি শাসন-শোষণ করেছি শত্রু দলন,
তবেই দিয়েছ ধরা, মেতেছে জনতা স্বাধীন
সৃষ্টির জয় উৎসবে।
কিন্তু, আমি আজও তোমায় পূর্ণরূপে হৃদয়ে
আঁকতে পারিনি।
আমার বুকে এখনো প্রতিরাতে ধর্ষণ-খুন-কলহ-
হরতাল বোমা বিস্ফারণ-বন্দুকের গুলি বর্ষণ-
দহন জ্বলে, প্রাণ হারায় নিরীহ জনতা।
আজও বাতাসে ভেসে আসে আমার সন্তানের
লাস পচা গন্ধ, অত্যাচারিত মানুষের ক্রন্দন,
চারিদিকে এখনো শুধু শত্রুর আনাগোনা-
করছে গরীবের সম্পদ লুণ্ঠন।
হে-স্বাধীনতা, আজও আমার বুকের পাঁজরে
লুকিয়ে আছে অজস্র হিংস্র শত্রু।
যাদের অত্যাচারে নারী,শিশু এখনো হইনি স্বাধীন।
এখনো ওদের ভয়ে লুকিয়ে থাকতে হয়,
রাস্তায় নত হয়ে চলতে হয়,
রাতের অন্ধকারে বক্ষ চিরে রক্ত পান করে
ওই নিশাচরের দল।
রাস্তার পাশে, বনে-জঙ্গলে, পড়ে থাকে উলঙ্গ-ক্ষত-
রক্তাক্ত অসংখ্য লাস!
আজও দিন শেষে খবর শুনি লজ্জায় করেছে আত্মহত্যা
আমার পত্নী-কন্যা।
এখনো কাল টাকায় পাহাড় গড়ছে ওরা,
করে গরীবের প্রতি অত্যাচার, অনাহারে হয় মরণ।
অবাঞ্ছিত-শোষিত-পীড়িত জনতার পাশে কেউ নেই,
নেই বস্ত্র, নেই চিকিৎসা, নেই সুশিক্ষা।
তাই আজও আমি স্বাধীন নই, আছে আজও বুক ভরা
বেদনা।
হয়তো আমার বাইরের আবরণ স্বাধীন,
কিন্তু অন্তরে আমি আজও পরাধীন, আজও অসুখী ।
রচনাকাল ২২ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ,
বাংলা ৬ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ,মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।