আমার হৃদয় মাঝে সর্ব ক্ষণে কে দেয় উঁকি
   ✍-উজ্জ্বল সরদার আর্য

       আমার হৃদয় মাঝে সর্ব ক্ষণে কে দেয় উঁকি,
     সকাল ও সন্ধ্যায় আমি কার অপেক্ষায় থাকি।
              সে-তো আসেনা দেখা দেয় না,
                        বেলা যায় চলে!
                  আঁধার নামে আঁখি সম্মুখে
                       অশ্রু ঝরে দুঃখে,
                   আমি পথ গিয়েছি ভুলে।
            এখন কি করে তারে কাছে পাবো
               কতদিন আর দাঁড়িয়ে থাকবো
                        একলা পথে,
                 আমার গানের সুর থেমেছে
        ফুল ঝরেছে - তবু নাম ধরে তারে ডাকি।

                  চাঁদের আলো লাগে ভালো
                     চাঁদকি দিয়েছে ধোরা,
           যত তারে চাই ব্যর্থ হই - হয়েছি সঙ্গ হারা।
               কেউ যদি আসে এই পথে এখন
                   তোমাকে ভেবে করি গ্রহণ,
                  যখনি বুঝি তুমি নও ওগো
                   তখনি হয় বুকে রক্তক্ষরণ।
                 নত হয়ে তাই পিছু ফিরে যাই
                     আশায় আবার পথচলি,
      নিও আমার অঞ্জলি - তোমারে অন্তরে আঁকি।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১ জানুয়ারি ২০২১ সাল,
বাংলা ১৬ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।