আমার হৃদয়ে শুধু তোমার গীত গায় গো
✍-উজ্জ্বল সরদার আর্য
আমার হৃদয়ে শুধু তোমার গীত গায় গো।
তুমি শুনে-শুনলে না,
ওগো বেলা বয়ে আজ যায় গো।
ওই প্রাতঃ কালে কাননে ফুটেছিল যে ফুল,
ভালোবেসে তারে করেছি আমি ভুল,
গন্ধ দিয়ে জাগিয়ে আজ বিদায় নিলো গো।।
আমার অন্তরে তুমি, কি করে ভুলবো আমি?
আঁখিতে অশ্রু ঝরে যায়,
বেলাশেষে ওরা হেসে-হেসে
এমন করে সব ভুলে যায়।
তবুও তোমায় আমি ভুলবোনা,
যে দান দিয়েছো করি তার বন্দনা,
বেরিয়েছ যে সুখের সন্ধানে
সে সুখে সুখী থাকো গো।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৫ অক্টোবর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।