আমার প্রাণের মাঝে সর্ব সাজে জাগে ব্যাকুল-বেদনা
    ✍-উজ্জ্বল সরদার আর্য

                  আমার প্রাণের মাঝে সর্ব সাজে
                          জাগে ব্যাকুল-বেদনা,
                        অন্তরে যে---গেছে চলে
                              আর এলো না।
                          তৃষিত আকুল মনে
                    পথ চেয়ে থাকি প্রতিক্ষণে,
           নয়নে ঝরে জলধারা বিহনে মন পাগলপারা
              তার প্রেমের সুরে আমার সুর মেলে না।।
                  
                 কত দিন চলে যায় সন্ধ্যা আসে
                          প্রদীপ জ্বালাই পথে,
                      রজনী আমার সঙ্গী হলো
                        হয়না দেখা তার সাথে।
                    পথ ভুলে যারা কাছে আসে
                   চলে যায় একদিন হেসে-হেসে,
              রেখে মধুর স্মৃতি সারাবেলা বাজে গীতি
                  মায়া-মোহ-মন তোমায় ভোলে না।।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৬ নভেম্বর ২০২০ সাল,
বাংলা ২০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।