আমার জীবন বেলা পূর্ণ হলো এবার তরী ছাড়তে হবে
     ✍-উজ্জ্বল সরদার আর্য


আমার জীবন বেলা পূর্ণ হলো এবার তরী ছাড়তে হবে,
পুরাতন এই দেহ ছেড়ে নতুনের সন্ধানে মন আকুল রবে।
  সংসারের সকল মায়া পিছনে ফেলে চেয়েছি তাই বিদায়,
   মরণ সুখে উঠেছি হেসে ওগো আজ ভুলেছি তোমায়।
         কত অপেক্ষা শেষে জীবন লীলা সাঙ্গ হলো,
            ব্যর্থ জনম আমার আর লাগে না ভালো,
   অমৃত পানে মরিয়া প্রাণ এই ক্ষণে দুনিয়া ছেড়ে যাবে!
  আমার জীবন বেলা পূর্ণ হলো এবার তরী ছাড়তে হবে।।

     এই আশা যাওয়ার মাঝেই আমি তোমায় শুধু ডাকি,
        কাল স্রোতে ভেসে যেতে ওগো অপেক্ষায় থাকি।  
              দিয়েছো দুঃখ-বিরহ-মারণ-দহন জ্বলে,
          তবু শান্তি জাগে প্রীতি প্রাণ ঘুমালো কোলে,
     অস্ত যাত্রায় পিপাসা মিটে যায় আজ প্রাণ জুড়াবে!
  আমার জীবন বেলা পূর্ণ হলো এবার তরী ছাড়তে হবে।।

✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১২ ডিসেম্বর ২০১৯ সাল
বাংলা -২৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।