আমার ফুলের বনে গোলাপ হাসে চন্দ্র ভাসে আকাশে
              ✍-উজ্জ্বল সরদার আর্য




           আমার ফুলের বনে গোলাপ হাসে
                    চন্দ্র ভাসে আকাশে,
              ওগো রজনী বলে দিও তারে
       সে যেন আসে ফিরে আমায় ভালোবেসে।
        আমি পথ চেয়ে থাকি হৃদয়ে ছবি আঁকি
                 নাম ধরে ডাকি প্রতিক্ষণে --
     নয়নে ঝরে অশ্রুজল আছি একা অনন্তকাল
           সকাল-বিকাল খুঁজি তারে এই ভুবনে--
         যে পথে এসে ছিলো সে পথে চলে গেলো
        ডুবে গেলো আমার প্রেমের তরি অবশেষে।

               আকুল অন্তরে পথে-পথে ঘুরে
                 কত রাত আর করবো পার,
         যা চেয়েছি পাইনি ওগো দিয়েছো দুঃখ
                      ফিরে এসো এবার।
            আজও ফাগুন হাওয়া বহে নীরবে
                প্রেমের ফুল ফুটবে কবে
                       প্রভাত কেন আসে না ---
             আমি সুর হারিয়েছি গান ভুলেছি
                   ওগো আমায় ভুলে যেওনা ---
               স্মৃতির মায়ায় বেঁধে রেখে আমায়
                 কেন গেলে চলে ওই দূর দেশে।

✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৪ জানুয়ারি ২০২১ সাল,
বাংলা ১৯ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।