আমার আকাশে জমেছে মেঘ
  ✍-উজ্জ্বল সরদার আর্য

আমার আকাশে জমেছে মেঘ, তুমি আনন্দে আত্মহারা
গৃহহারা হয়ে ভালোবাসা খুঁজি, আঁখিতে ঝরে জলধারা।
তুমি বৃষ্টি ভেবে স্নাত হলে, প্রেমের গানে নৃত্যে দুলে,
হাত রেখেছ অন্য হাতে আজকে প্রাতে গেলে চলে।

আমি আকুল নয়নে পিছনে দাঁড়িয়ে ডেকেছি কত
একবার ফিরে দেখলে না আমারে হৃদয় হয়েছে ক্ষত
বিচলিত হয়ে পথের ধুলা অঙ্গে মাখি যেওনা প্রাণ সখী
পুরাতন প্রেম ভুলে নতুনের সন্ধানে হইও না উন্মত্ত।

একদিন ছিলে মৌনব্রত আমার প্রেমে সহসা গেলে থেমে
ভিন্ন পথে ভিন্ন স্বাদে সুখের সন্ধানে হলো তোমার অগ্রগতি
চঞ্চলা উতলা যত প্রাণ ক্ষণে ক্ষণে করে নতুনের গান
আমরা ভালোবাসি দিয়েছি হৃদয়ে স্থান ভুলি না প্রীতি।

আজ বেদনার তীব্র ব্যথা জেগে ওঠে প্রাণে
মনে পড়ে তোমাকে ক্ষণে ক্ষণে আমার ভুবন অন্ধকার
এত এত মধুময় স্মৃতি ভোলা কি যায় তুমি নিলে বিদায়
ভালো থেকো সুখ সন্ধানী এই প্রাণ সঁপেছি তোমার।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৪ জুন ২০২১ খ্রিস্টাব্দ,
৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।