আমার এই জনমে যত আশা জাগে মনে
✍উজ্জ্বল সরদার আর্য
আমার এই জনমে যত আশা জাগে মনে,
ব্যর্থ হই বেদনায় ডুবে রই অচেতনে নীরবে-নির্জনে।
ভালবেসেছি যারে যত আঘাত পেয়েছি তত,
স্বার্থ ফুরালে যায় চলে
পথ চেয়ে থাকি অশ্রুজলে
বসিয়ে রেখেছি হৃদয় আসনে।।
আপন ভেবে সঙ্গ দানে কত হবে মিছে পথচলা?
যে যাবে-যাক চলে পথ ভুলে,অস্ত পথে হেঁটেছি একলা।
যাদের বেদনায় ছুটে যাই পর ভেবেছে তারাই,
ওরা ভুলেছে আমায় আজ দূরে দূরে থাকে সবাই,
তবু যেন অন্তরে জাগে প্রীতি মনে পড়ে কত স্মৃতি,
আজ গেয়ে যাই বিরহ গীতি ফোটাফুল ঝরে গেলো
অভিমানে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১২ জুন ২০২০ সাল,
বাংলা- ২৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।