আকুল হৃদয় চেয়েছে তোমাকে
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো তোমায় দেখলে প্রেমের প্রদীপ জ্বলে
হৃদয় কাঁপে শিখা সম,
তাই হয় যে মাথা নত প্রণাম করি শত-শত
অন্তরে তুমি হে মম।
কত আছে জমানো কথা বুক ভরা ব্যথা
বলিতে ব্যাকুল মন,
কত ভেসে আসে বাঁশি সর শোনাতে তোমার
তুমি তো ঝর্ণা ঝরানো শ্রাবণ।
তাই কেটে যায় নীরবে রাত অপেক্ষায় প্রভাত
বসে বসন্ত বনে,
ওই ফুল ফুটবে সুগন্ধ আসবে
প্রাণ জোড়াবে দর্শনে।
তার কাজলে আঁকা আঁখির মায়ায় মুগ্ধ আমি
আমার সেতারের সুরগো তুমি,
সেই সুরে সুর মেলাতে আসে শেষ বেলাতে
কত মাধবী রাতের প্রেমী।
তারা হেসে-হেসে কাছে এসে
মিছে মায়ায় মিশে যায়,
ওই রজনী শেষে তারা যায় যে ভেসে
গোপন ঘরে স্মৃতি হাত বাড়ায়।
ওগো আমার এই প্রাণ শুধু করে তোমার গান
তুমি আছো হৃদয়ে,
আমি তোমাতে পেয়েছি সুখ
তোমাতে পেয়েছি দুঃখ
অপেক্ষা করি অন্তর ক্ষয়ে।
আজ ঝরা ফুলে সাজানো পথে কেউ আর আসেনা
স্মিত হেসে আড়চোখে চোখ রাখে না,
কত দিন বাজেনা নূপুর ওই চরণে
এসেছিল ফালগুনে
আজ আবির হয়ে আর ঝরেনা।
তাই থেমে গেছে শিল্পী অসমাপ্ত কবির লিপি
বিরহ ব্যথা বুকে,
কত দিন চলে গেলো কত ফুল ঝরে গেল
আকুল হৃদয় চেয়েছে তোমাকে।
আজ পাহাড়ের দেশে নির্জন আবাসে বসে
বাজাই মালশ্রী,
আমি ভালোবেসে সঁপেছি প্রাণ তোমারে করি সন্ধান
তুমি অতি সুশ্রী।
যদি কোন দিন ফিরে এসো এই পথে
কুঞ্জ সাজাবো এক সাথে,
দেবী সজ্জায় সাজাবো তোমায়
পূজারী হবো প্রাতঃ-সন্ধ্যায়
হবো সারথি বসাবো রথে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১০ নভেম্বর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।