আকাশের বুকে মেঘ জমেছে
     ✍-উজ্জ্বল সরদার আর্য


           আকাশের বুকে মেঘ জমেছে
                  বৃষ্টি নামবে হয়তো,
             হে-বন্ধু তুমি কোথায় আছো?
                  তোমায় দেখি নাতো।
             শুধু পড়ছে মনে শ্রাবণ দিনে
              তুমি আছো প্রাণে আমার,
            সুর তুলে তাই গান গেয়ে যাই
            ঝড় হওয়ায় ডেকেছি তোমার-
         তুমি ছিলে একদিন আমার অধীন
                থাকতে প্রেমে মৌনব্রত।।
  
       প্লাবিত পৃথিবীর বুকে চরণ চিহ্ন এঁকে
                তুমি যে পথে হেটে যাও,
              সে পথ ধরে যদি যাই দ্বারে
           কাছে গেলে কেন ফিরিয়ে দাও?
             আজ আঁধার নেমেছে নয়নে
                  বিজলী জ্বলছে গগনে
                ঊর্মিতে উত্তাল সমুদ্র বুকে,
                রিক্ত হৃদয় শুধু তাকে চায়
                    অশ্রু ঝরে শোঁকে-
                 তবু সে এলো না ফিরে
                       আছি বদ্ধ ঘরে
            বিরহে আমার অন্তর ক্লান্ত ক্ষত।।

✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৬ মে ২০২১ খ্রীষ্টাব্দ,
১১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।